প্রথমবার ইসলামী গান গাইলেন আসিফ

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:দীর্ঘ মিউজিক ক্যারিরারে এবারই প্রথমবার ইসলামী গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘মুমিন হতে চাই’। শনিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই গানের কথা লিখেছেন গোলাম কবির রনি এবং সুর করেছেন মীর মাসুম।প্রথমবার ইসলামী গান গাইলেন আসিফ

 

গানটি প্রসঙ্গে আসিফ জানান, ‘অসম্ভব টাচি মেলোডি সুর আর চমৎকার শব্দচয়নের গানটি গাইলাম। টানা একমাস পর স্টুডিও কেমন অচেনা লাগছিলো। ভয় হচ্ছিলো গানটা গাইতে পারবো কিনা! আল্লাহর রহমতে গানের রেকর্ডিং সফলভাবে শেষ হয়েছে।’

তিনি আরও জানান, ‘আমার সঙ্গে এই গানে থাকছে আরও দুজন শিল্পী বালাম এবং ইমরান।’

জানা গেছে, রমজানের প্রথম সপ্তাহে গানটি ধ্রুব মিউজিক ষ্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।