বিদায় বেলায় কান মাতাল ট্রয়ের সুন্দরী হেলেন!

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:অবশেষে দীর্ঘ ১২ দিনের উৎসবমুখরতা শেষে কানে বাজল বিদায় ঘণ্টা। গতকাল বিদায়ের দিনে বিশ্ব তারকা, দর্শক ও সারা বিশ্বের গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখতির ছিল উৎসব প্রাঙ্গণ।

তবে সবচেয়ে বেশি জৌলুসতা ছিল ট্রয়ের সুন্দরী হেলেনকে নিয়ে। ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউডের ছবি ‘ট্রয়’-এ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন লাস্যময়ী অভিনেত্রী ডায়েন ক্রুজার।

আর তখন থেকেই দর্শকরা তাকে ট্রয় নগরীর সুন্দরী হেলেন বলেই অভিহিত করেন। সেই হেলেনই এবারের কানের শেষ দু’দিনে রূপের মুগ্ধতা ছড়িয়ে মাতোয়ারা করেছেন সবাইকে।

তিনি এসেছিলেন তার নতুন ছবি ‘ইন দ্য ফেড’ নিয়ে। বিশ্বজুড়ে এখন সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদেরই একজন ক্যাৎজা। বোমা হামলায় স্বামী ও সন্তান নিহত হওয়ায় তার জীবন থমকে গেছে। শোক আর অবিচারের রেশ কাটিয়ে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠে সে।

তুর্কি ও জার্মান পরিচালক ফাতি আকিনের ‘ইন দ্য ফেড’ ছবির গল্প এমনই। এ ছবিতেই ক্যাৎজা চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী ডায়েন ক্রুজার।

এ ছবির প্রদর্শনীর পরও তিনি কানের শেষ দিনটি পর্যন্ত রূপের জাদু ছড়ান উৎসবের অলিগলিতে। বিদায় বেলায় কান মাতাল ট্রয়ের সুন্দরী হেলেন!

অবশেষে দীর্ঘ ১২ দিনের উৎসবমুখরতা শেষে কানে বাজল বিদায় ঘণ্টা। গতকাল বিদায়ের দিনে বিশ্ব তারকা, দর্শক ও সারা বিশ্বের গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখতির ছিল উৎসব প্রাঙ্গণ।

তবে সবচেয়ে বেশি জৌলুসতা ছিল ট্রয়ের সুন্দরী হেলেনকে নিয়ে। ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউডের ছবি ‘ট্রয়’-এ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন লাস্যময়ী অভিনেত্রী ডায়েন ক্রুজার।

আর তখন থেকেই দর্শকরা তাকে ট্রয় নগরীর সুন্দরী হেলেন বলেই অভিহিত করেন। সেই হেলেনই এবারের কানের শেষ দু’দিনে রূপের মুগ্ধতা ছড়িয়ে মাতোয়ারা করেছেন সবাইকে।

তিনি এসেছিলেন তার নতুন ছবি ‘ইন দ্য ফেড’ নিয়ে। বিশ্বজুড়ে এখন সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদেরই একজন ক্যাৎজা। বোমা হামলায় স্বামী ও সন্তান নিহত হওয়ায় তার জীবন থমকে গেছে। শোক আর অবিচারের রেশ কাটিয়ে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠে সে।

তুর্কি ও জার্মান পরিচালক ফাতি আকিনের ‘ইন দ্য ফেড’ ছবির গল্প এমনই। এ ছবিতেই ক্যাৎজা চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী ডায়েন ক্রুজার।

এ ছবির প্রদর্শনীর পরও তিনি কানের শেষ দিনটি পর্যন্ত রূপের জাদু ছড়ান উৎসবের অলিগলিতে।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।