ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে মামলার আসামী জামিনে এসে বাদী ও স্বাক্ষীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ ওঠেছে।
(আজ) বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হামলার অভিযোগ করে মামলার বাদী পারুল আক্তার। পারুল সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়েনের আবুল কাশেমের মেয়ে।
তিনি জানান, তার বাবা আবুল কাশেম একজন বিক্সাচালক। প¦ার্শবর্তী মৃত আব্দুল খালেকের ছেলে আলমগীর হোসেন আমাদের জমি জোর পূর্বক দখল করে। এর প্রতিবাদ করায় আলমগীর হোসেন ও তার ভাই আমীর হোসেন সন্ত্রাসী বাহিনীসহ আমাদের মারধর করে পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে আমির হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করি।
পরে আমির হোসেন ও মামলার আসামী খোকন জামিনে এসে গত মঙ্গলবার (৩০ মে) মামলার ৬ নং স্বাক্ষী আক্তাররের ওপর হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে।
এবং মামলার বিবাদীরা মামলা প্রত্যাহার করার জন্য আমাকে, মামলার স্বাক্ষী ও আমার পরিবারকে বিভিন্ন হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে পারল আক্তার ও তার বাবা আবুল কাশেম উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …