খুলনায় ইসলামী আন্দোলনের নেতাকে গুলি করে হত্যা

ক্রাইমবার্তা রিপোট:খুলনা নগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় এক নেতাকে গুলিতে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

শুক্রবার রাত ৮টার দিকে দৌলতপুরের আঞ্জুমান রোডের একটি মসজিদের অদূরে এ ঘটনা ঘটে।

খুলনায় ইসলামী আন্দোলনের নেতাকে গুলি করে হত্যা

নিহত ইকবাল সরোয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি।

এর আগে সম্প্রতি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে হত্যা করে দুর্বৃত্তরা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা দক্ষিণ জেলার সহ-সভাপতি ইসহাক ফরিদী নিহত ইকবালের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।

তবে দৌলতপুর থানার ওসি এস এম আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ইকবাল সরোয়ার নিহত সন্ত্রাসী খোকন ওরফে টাইগার খোকনের সহযোগী ছিলেন। টাইগার খোকনের দক্ষিণ হস্ত হিসেবে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে গুলি করতে পারদর্শী ছিলেন তিনি।

“ইকবাল দৌলতপুরের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতেন। সম্প্রতি তাকে পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজি না করতে হুঁশিয়ার করা হয়।”

২০১৫ সালের ২৯ মে শহিদ ওরফে হাজি শহিদকে গুলি করে হত্যার ঘটনায় ইকবাল সন্দেহভাজন হিসেবে ছিলেন বলে ওসি জানান।

নগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী কমিশনার সোনালী সেন বলেন, তিনজন যুবক হেঁটে গিয়ে খুব কাছ থেকে ইকবালকে গুলি করে হত্যা করে। তার বুকে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। গুলির ধরন দেখে মনে হচ্ছে কাটা রাইফেলের। ঘটনাস্থল থেকে রাইফেলের বাট উদ্ধার করা হয়েছে।

গত ২৫ মে খুলনা জেলার ফুলতলায় বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করে দুস্কৃতকারীরা। তার এক সপ্তাহের মধ্যে দৌলতপুরে খুন হলেন ইশা আন্দোলন নেতা ইকবাল সরোয়ার।

 

Please follow and like us:

Check Also

বাংলাদেশ ব্যাংকের কাছে বেনজীর আহমেদের সম্পদের তথ্য চাইল দুদক

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।