গরুর ঘাস খাওয়াকে কেন্দ্রকরে গলাটিপে হত্যা

ক্রাইমবার্তা রিপোট:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে আছকির মিয়া (৫৫) নামে এক ব্যাক্তিকে গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। আছকির মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মনছব উল্লার ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্রকরে গলাটিপে হত্যা

স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে আছকির মিয়ার মেয়ের সাথে গরুর ঘাস খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় পাশের বাড়ির শরিফ মিয়া ও তার ছেলে সুমন মিয়ার সাথে। একপর্যায়ে তারা আছকির মিয়া বাড়িতে গিয়ে আছকিরের মুখ ও গলায় চেপে ধরেন। পরে আছকির মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।