উদ্ধারকৃত মিলন খুলনার রুপসা থানার বেলপুলে গ্রামের জয়নাল শেখের ছেলে। সে বেনাপোল বড়আঁচড়া গ্রামে তার ভগ্নি পতি মুনছুরের বাড়ি থাকত।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রাত ৩ টার সময় বেনাপোলের ভবারবেড় মাঠে সেহরি খাওয়ার সময় মিলনের লাশ একটি গাছে ঝুলতে দেখা যায়। তাৎক্ষণিক বিষয়টি বেনাপোল পোর্ট থানাকে অবহিত করে এলাকার লোকজন। সকাল সাড়ে ৭ টার সময় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকবাসী আরো জানায়, মিলন তার ভগ্নিপতির বাড়ি থেকে সীমান্তের বিভিন্ন লোকের চোরাচালানি পর্ণ্যরে জন দিত। এ ছাড়া সে ফেনসিডিল ও ইয়াবা সেবন করত। একটি সূত্র নাম না বলার শর্তে দাবি করে মিলনকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) শামিম হোসেন বলেন, এটা হত্যা না আতœহত্যা তা এখনো বলা যাবে না। লাশ ময়নাতদন্তর পর বলা যেতে পারে।
তিনি আরো বলেন, সুরহাতাল রিপোর্টের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হবে।