ক্রাইমবার্তা রিপোট:বর্তমানে দেশে শান্তির কোন আলামত নেই বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে এমন কথা শুনতে পেলেও বর্তমানে দেখা যাচ্ছে দারিদ্র্যসীমার নীচের লোকদের মোটা চাল ৫০ টাকা কেজিতে কিনতে হচ্ছে।
তিনি আরো বলেন, পাহাড় ধ্বসে ৪ সেনা সদস্যসহ দেড় শতাধিক নিহত ও ৩ থেকে ৫ হাজার লোক মানবেতর জীবন-যাপন করলেও প্রধানমন্ত্রী এ পর্যন্ত একটি বাক্যও উ”চারণ করেননি। স্বাধীন দেশে এমন একটি ঘটনা ঘটলো সরকার এর জন্য কি করলো ?
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আপনি বলেছিলেন এটা সংবিধান রক্ষার নির্বাচন। কিš‘ পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার পর আর কথা রাখেননি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতকে উন্নয়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিশিষ্ট এই রাষ্ট্র বিজ্ঞানী বলেন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থ্য ছাড়া দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থ্য অতীব জরুরী।
শনিবার বিকেল ৫ টায় তোপখানা রোড’ হোটেল এশিয়া হলরুমে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পি.এন.পি)’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পি.এন.পি)’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএনপি’র মহাসচিব আহমেদুর রহমান, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব টি.এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক কাজী জহিরুল ইসলাম সোহেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মনির আহমেদ মামুন, সমবায় বিষয়ক সম্পাদক জাফর মাহমুদ, ছাত্রনেতা এ.এম আরিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ছাত্রনেতা এ.এম আরিফ।