ক্রাইমবার্তা রিপোট:ঢাকা: সরকার অনলাইন পত্রিকার কণ্ঠ চেপে ধরার উদ্দেশ্যে মন্ত্রিসভায় ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ অনুমোদন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, গণমাধ্যম অনলাইনের জন্য সম্প্রচার কমিশনের নিকট থেকে নিবন্ধন নেয়ার নিয়ম রেখে যে নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে তা মূলতঃ বাক-স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করার হীন উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এ নীতিমালা দেশের সাংবাদিক সমাজ ও দেশবাসীর নিকট গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংবাদপত্রসহ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা শুরু করেছে। সরকার অন্যায়ভাবে আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভিসহ বেশ কিছু পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যম বন্ধ করে রেখেছে। এবার অনলাইন পত্রিকা বা পোর্টালগুলো বন্ধ করার ষড়যন্ত্র শুরু করেছে। মন্ত্রিসভায় অনুমোদিত ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ সরকারের হাতের অস্ত্র হিসেবেই ব্যবহৃত হবে। এ নীতিমালা গণতন্ত্র, আইনের শাসন ও বাক-স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী।
মন্ত্রিসভায় অনুমোদিত অনলাইন নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশের সাংবাদিক সমাজ, সুশীল সমাজ ও গণতন্ত্রকামী সকল মানুষের প্রতি এবং জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা বিরোধী ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ আইনে পরিণত করার পরিবর্তে অবিলম্বে তা বাতিল করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।