সরফরাজকে বিএমডব্লিউ উপহার দিলেন ওয়াসিম-শোয়েব

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারতকে নাকানিচুবানি খাইয়ে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। এ জয়ের আনন্দে ভাসছে গোটা পাকিস্তান। ক্রিকেটারদের নানা পুরস্কারে ভাসিয়ে দিচ্ছেন দেশটির মানুষ।
এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও ‘গতি তারকা’ শোয়েব আক্তার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদকে বিএমডব্লিউ এক্স-১ গাড়ি উপহার দিলেন।

পাকিস্তান জিও টিভির রমজান শো ‘জিও খেলো পাকিস্তান’ অনুষ্ঠানে গত বৃহস্পতিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফরাজ। ওই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান ওয়াসিম ও শোয়েব।

এই অনুষ্ঠানেই দেশকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি এনে দেয়া অধিনায়কের হাতে বিএমডব্লিউ তুলে দেন তারা।

জিও খেলো পাকিস্তান ও জেএস ব্যাংক যৌথভাবে সরফরাজ আহমেদকে দেয়া বিএমডব্লিউ’র অর্থ যোগান। একইসঙ্গে দেশটির বাহরিয়া শহরে তাকে একটি প্লটও উপহার দেয়া হয়েছে।

ওয়াসিম আকরাম ও শোয়েব আক্তার বলেন, চ্যাম্পিয়নস ট্রফি জিতে দেশকে গৌরবান্বিত করায় সরফরাজকে ধন্যবাদ। তবে আমরা মনে করি, এ ধন্যবাদ তার জন্য সামান্য। এর চেয়েও বেশি কিছু পাওয়ার দাবিদার সে।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।