ক্রাইমবার্তা রিপোট:মীর খায়রুল আলম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পিতার লাঠির আঘাতে লামিয়া নামের ৩ বছর বয়সী কন্যার মৃত্যু হয়েছে। উপজেলার সখিপুর ইউনিয়নের দক্ষিণ সখিপুর গ্রামে এঘটনা ঘটেছে। নিহত কন্যা শিশুর মা জানায়, গত বৃহস্পতিবার রাতে ঈদের কেনাকাটা নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যয়ে তাকে মারপিট করে। এসময় স্ত্রীকে মারতে যেয়ে ভুলবশত শিশুটির মাথায় লাঠির আঘাত লেগে গুরুত্বর অসুস্থ হওয়ার পর হাসপাতাতে ভর্তি রাখা হয়। কিন্তু গত শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। তিনি আরো জানান, শিশুটির মুত্যুর খবর জেনে স্বামী রমজান আলী শেখ ভয়ে পালিয়েছেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …