ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল: শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের আয়োজনে আজ সকাল ১০ টায় ‘জ্ঞানই শক্তি’ এ স্লোগানকে সামনে নিয়ে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীন বরণ-২০১৭ অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি শেখ আব্দুল্লাহ্ সাদীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ দৈয়দ মান্নান আলী, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব এস এম আফজালুল হক, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকøাবের উপদেষ্টা শেখ আফজালুর রহমান, উপদেষ্টা আবু সাঈদ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিক, আওয়ামীলীগ নেতা স.ম আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক বৃন্দ, ছাত্রী, অভিভাবক বৃন্দ ও নবাগত ছাত্রীরা। অনুষ্ঠান শুরুতে অতিথিদের, কৃতি ছাত্রীদের, নবীনদের সহ সকলকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। নবাগতদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন, ২য় বর্ষের ছাত্রী আসমাউল হোসনা রুপা। বক্তব্য রাখেন, নবাগতদের মধ্যে অনন্যা ও চপলা, কৃতি ছাত্রীদের মধ্যে সহদর বোন হুজাইফা শিখা ও হুজাইফা রেখা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আশুতোষ কুমার মন্ডল, মানবেন্দ্র দেবনাথ ও সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের আহবায়ক ও পরিচালক ছিলেন দেবপ্রসাদ মন্ডল ও বিনিত কুমার জোয়ারদার। বক্তব্য পর্বের পর বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …