ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় দলের ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানের দ্বিতীয় ইনিংস। তারকা উপস্থিতিতে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা হলো জাতীয় দলের ক্রিকেটার সোহান ও তাসনিম ইসলাম লিসার। শুক্রবার রাতে নগরীর অভিজাত খুলনা ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চমক ছিলো জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি। খুলনা ক্লাবে বসেছিল জাতীয় দলের ক্রিকেট তারকাদের মিলনমেলা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতিতে কমতি ছিল না। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোস্তাফিজরা সবাইকে দেখা গেছে সোহান ও লিসার মঞ্চে। তবে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিদের তারকা ক্রিকেটারদের কাছে পাওয়া ও ছবি তোলার প্রতিযোগিতায় কিছুটা হলেও বিড়ম্বনায় পড়তে হয় সোহান ও তার পরিবারকে। আর সেলফি শিকারিরা ছিল মহাব্যস্ত। শুক্রবার রাত ৮টার পরেই আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। অবশ্য জাতীয় দলে সোহানের সতীর্থ ক্রিকেটাররা সোহান-লিসার জন্য সাজানো মঞ্চে অভিবাদন জানাতে আসেন রাত ৯টার পর। শুরুতেই আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর আসেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, মোস্তাফিজ, ইমরুল কায়েস। এরপরই মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকে। সোহানকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এ সময় ক্রিকেটারদের পড়তে হয় খ্যাতির বিড়ম্বনায়। পরবর্তীতে নিরাপত্তা কর্মীদের অনুরোধে ধীরে ধীরে ভিড় হালকা হতে থাকে। এরপরই মঞ্চে এসে সোহান-লিসাকে অভিনন্দন জানান সস্ত্রীক মাশরাফি, শাহরিয়ার নাফীস, সোহানের প্রথম কোচ মনোয়ার আলী মনু, জিয়াউর রহমান জনি। ক্রিকেট তারকাদের পরেই নব দম্পতিকে অভিনন্দন জানাতে মঞ্চে আসেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, আওয়ামী লীগ নেতা আজমল আহমেদ তপন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খুলনা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ দিদারুল আলম, বিজিএর শরীফ ফজলুর রহমান, নাগরিক নেতা শাহিন জামান। ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসা সোহান ও তার পরিবারের পূর্ব পরিচিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক আগে বাগদান হয় সোহান ও লিসার। এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ৫০ দিনের সফর শেষ করেই জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি। সোহান ও লিসার জানা শোনা অবশ্য কলেজ জীবন থেকেই। দু’জনে একসঙ্গে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশোনা করেছেন, পরবর্তীতে খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও এক সঙ্গে পড়াশোনা করেন তিনি। কলেজ জীবন থেকেই দু’জনের মধ্যে ভালো লাগা তৈরি হয়, যেটি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণতা পেলো।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …