ক্রাইমবার্তা রিপোট:মো.অহিদ সাইফুল, ঝালকাঠির রাজাপুরে ৮ম শ্রেনি পড়–য়া এক স্কুলছাত্রীকে অপহরন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঐ স্কুল পড়–য়া শিশুদের চিৎকার ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যায় অপহরনের চেষ্টাকারিরা। উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের ফকিরের হাট এলাকায় গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকার চিহ্নিত মাদকাসক্ত বখাটে এক সন্তানের জনক তুহিন হাওলাদার (২৫) এর বিরুদ্ধে ওই স্কুল ছাত্রীর মা এ অভিযোগ করেন। অভিযুক্ত তুহিন ব্যাংক কর্মকর্তা রুহুল আমিনের ছেলে। ঘটনার পর থেকে তুহিন পলাতক রয়েছে।
মঙ্গলবার ওই ছাত্রীর মা গালুয়ার জি.কে মাধ্যমিক বিদ্যালয়ে এসে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মিজানুর রহমান ও বিদ্যালয়ে শিক্ষকদের কাছে মৌখিকভাবে এ অভিযোগ করেন। তবে মেয়ের নিরাপত্তার কথা ভেবে লিখিত কোন অভিযোগ দিতে ভয় পাচ্ছেন বলেও জানায় ওই ছাত্রীর মা। বর্তমানে মায়ের সাথে বিদ্যালয়ে আসা যাওয়া করছে ওই ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে বৃষ্টি চলাকালিন সময় বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে নির্জন স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে তুহিন ওই স্কুলছাত্রীকে মুখচেপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর ডাকচিৎকার দিলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী বিষয়টি দেখতে পায়। পরে তারাও চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে তুহিন সটকে পরেন। স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। পরে অবিভাবকদের খবর দিলে তারা স্কুলছাত্রীকে নিয়ে যায়।
এলাকার চিহ্নিত মাদকসেবী বখাটে তুহিনের বিরুদ্ধে ভয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিতে চাচ্ছেন না ওই ছাত্রীর পরিবার। এমন পরিস্থিতিতে ওই ছাত্রীর বিদ্যালয়ে আসা-যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এর আগেও এলাকায় এ রকম অগনিত ঘটনা ঘটালেও তার বিরুদ্ধে ভয়ে কেহ কোন ব্যবস্থা নেয়নি। এসব কারনে ওই স্কুলছাত্রীর পরিবারও পুলিশ প্রশানের কাছে অভিযোগ দিতে ভয় পাচ্ছেন। বর্তমানে ওই বখাটের ভয়ে ওই ছাত্রীর স্কুলে পড়ালেখা নিয়ে তার দরিদ্র পরিবার আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত তুহিনের মতামত না পেলেও তার বাবা ঝালকাঠি ইসলামী ব্যাংক শাখার হিসাবরক্ষক রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে জানান, মানসম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার কিছুু লোক মিথ্যা বানোয়াট কথা বলছে, ছেলে হয়তো ওই ছাত্রী কাছে কিছু যানতে চেয়েছিল।
জি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ চন্দ্র কবিরাজ জানান, এ ঘটনায় ওই ছাত্রীর হত দরিদ্র নিরীহ পরিবারটি মৌখিকভাবে জানালেও তারা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করতে চাচ্ছেন না। তবে এ নেক্কারজনক ঘটনার সাথে জড়িত তুহিনের বিচার হওয়া উচিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, তাৎক্ষনিক বিষয়টি জানাতে পারলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা যেত, তারপরেও বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
ঝালকাঠিতে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ,আটক এক!
(ছবি আছে)
মো.অহিদ সাইফুল, ঝালকাঠিতে সাত লাখ টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুল মোতালেব । আজ বুধবার সকালে সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের আশিয়ারগগন গ্রামের বাড়ি থেকে গোপন সংবাদের মাধ্যমে মাদকসহ তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, ডিবির ওসি মো: কামরুজ্জান মিয়া ও এস আই আমিনুল সহ ডিবির অভিযানে অংশ নেয়া কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । দুই দিন আগে আটক ব্যক্তির জামাতা রেন্টেকার চালক মজিবর রহমান ১৬টি প্যাকেটে ভর্তি এ গাঁজাগুলো তার শ্বশুর বাড়িতে রেখে যান। তবে প্যাকেটে কী আছে তা তখন কাউকে জানায়নি জামাতা মজিবর। বুধবার সকালে পুলিশ গোপন সংবাদে ওই প্যাকেটগুলো উদ্ধার করলে গাঁজার বিষয়টি বেড়িয়ে আসে। তবে জামাতা মজিবরকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।