প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা পাইকগাছায় সরকারি রাস্তা সংস্কার কাজে বাঁধা সৃষ্টির অভিযোগ

ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে সরকারি রাস্তায় ঘেরা বেড়া, সংস্কার কাজে বাঁধা সৃষ্টির অভিযোগ। পাইলিংয়ের মধ্যে মাটি ফেললে রক্তক্ষয়ী সংঘর্ষের হুমকি। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 16
জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কমলাপুর গ্রামের আনছার গাজীর বাড়ীর ইটের সোলিং রাস্তা হইতে হাড়িয়ারডাঙ্গা গ্রাম অভিমুখে জবেদ সরদারের বাড়ী পর্যন্ত ১০৫০ ফুট রাস্তা সংস্কারের জন্য চলতি অর্থ বছরে সরকার কাবিটা প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার বরাদ্দ দেন। উক্ত প্রকল্পের সভাপতি ইউপি সদস্য ফজলুর করিম সরদার ইতিমধ্যে রাস্তা সংস্কার ৮০% কাজ সমাপ্ত করেছে। তিনি বলেন, বাকী কাজ প্রকল্পের মাঝামাঝি হযরত গাজী গং’দের জমির মাথায় পাইলিং এর কাজ শেষ করে মাটি ফেলার সময় হযরত, মোজাফফার, নওয়াব আলী, নুরুজ্জামান গাজী ও নবিরন সানা পেশী শক্তির বলে রাস্তার কাজ বন্ধ করে দিয়ে চলাচলের রাস্তা ঘিরে দেয় এবং তারা আরও বলেন, এখানে মাটি ফেললে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুমকি দেন বলে স্থানীয় লোকজন জানায়। সাবেক মেম্বর হায়দার আলী মোল্যা জানান, শত বছরের উর্দ্ধে এ রাস্তায় আমি মেম্বর থাকাকালীন এ রাস্তা সরকারি ভাবে কয়েকবার সংস্কার কাজ করেছি। চলমান প্রকল্পে যারা ঘেরাবেড়া দিয়ে সরকারি উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি করে গর্হিত অপরাধ করছে। কাজে বাঁধা সৃষ্টিকারী মোজাফফার গাজী জানান, আমাদের জমির মাথা দিয়ে রাস্তা যেতে দিব না। অন্যরা চলাচল করুক না করুন সেটা আমাদের দেখার বিষয় না। এ বক্তব্যের পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় জানান, সরকারি উন্নয়ন কর্মকান্ডে যারা অহেতুক বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় আজ দুর্ণীতি দমন কমিশনের গণশুনানী : ব্যাপক প্রস্তুতি গ্রহণ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আজ দুর্ণীতি দমন কমিশন (দুদক) ও বিআইজিডি কর্তৃক গণশুনানীর ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যে কমিশন, উপজেলা প্রশাসন ও স্থানীয় দুর্ণীতি প্রতিরোধ কমিটি গণশুনানী সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে পোস্টারিং, মাইকিং ও ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ অনুষ্ঠিতব্য এ গণশুনানী সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথি থাকবেন দুর্ণীতি দমন কমিশনের (অনুসন্ধান) কমিশনার ড. নাসিরউদ্দীন আহম্মেদ। এ সভায় আরও উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন-উল আহসান, দুদকের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আবুল হোসেন সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্ত কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। জানা গেছে সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের মধ্যে উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও হিসাব রক্ষণ অফিসের কোন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ থাকলে তা দুদকের সরবরাহকৃত লিপলেটে লিখিত আকারে জানানোর অনুরোধ করা হয়েছে এবং ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ বক্স ও পৌরসদরের সরকারি ডাক বাংলোয় দুদকের কর্মকর্তারা অভিযোগ গ্রহণ করছেন বলে জানা গেছে।

Please follow and like us:

Check Also

স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।