শ্যামনগরের এম পি জগলুল হায়দার লাঙ্গল ধরলেন

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল,শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার কৃষকদের উৎসাহিত করতে নিজে লাঙলের মুঠি হাতে জমি চাষে অংশ নিলেন। 12সাম্প্রতিক সময়ে শ্রমিকদের সাথে বসে পান্তা ভাত খাওয়া, রমজানে বাজার খরচ করে অসহায় মানুষের বাড়িতে যাওয়া, ভিক্ষুকের বাড়িতে ইফতার করা সহ বেশ কিছু কাজ করে আলোচনায় আসেন এমপি জগলুল হায়দার।আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর সদরের হায়বাদপুর অভিমুখে রাস্তার পাশে আধুনিক বীজক্ষেত্র তৈরির প্রদর্শনী ক্ষেতের উদ্বোধনের সময় তিনি লাঙল দিয়ে জমি চাষ করেন। কৃষকদের উৎসাহ দিতে লুঙ্গি পড়ে খালি পায়ে কোমরে গামছা বেঁধে মাথায় টোপর নিজে জমিতে নেমে পড়েন এমপি জগলুল হায়দার। বেশ কয়েকবার প্রদক্ষিণ করার পর তিনি জমি থেকে চলে আসেন। তার এমন কর্মকান্ড দেখে সেখানে উপস্থিত অনেকে আশ্চর্য হন। তারা এমপির এমন কার্যকলাপে প্রশংসা করেনএবং এমন কাজে কৃষকরা উৎসাহিত হবেন বলে উপস্থিত লোকজন মনে করেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।