মেয়র মান্নানকে গাজীপুর শহর জামায়াতের শুভেচ্ছা

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ তৃতীয়বার বরখাস্তের পর উচ্চ আদালতের নির্দেশে গাজীপুর নগর ভবনে দায়িত্ব নিয়ে ফিরে আসা মেয়র অধ্যাপক এম এ মান্নানকে মঙ্গলবার তার কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সিটি জামায়াতের নেতৃবৃন্দ। 2বিকেলে সিটি আমীর অধ্যক্ষ ইবনে ফয়েজ, সেক্রেটারি খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি আজহারুল ইসলাম মোল্লা, জয়দেবপুর উত্তর থানা আমীর ছাদেকুজ্জামান খান, জয়দেবপুর দক্ষিণ থানা আমীর মনির হোসেন সহ নেতৃবৃন্দ মেয়রের কার্যালয়ে উপস্থিত হয়ে উচ্চ আদালতের রায়ে জনগণের নির্বাচিত মেয়র হিসেবে পূণরায় দায়িত্বভার গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মেয়র জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Check Also

স্বাধীনতার পর এবারই জামায়াতে ইসলামী স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে-জেলা জামায়াতের সেক্রেটারি… মাওঃ আজিজুর রহমান 

 আশাশুনি (সাতক্ষীরা)সংবাদদাতা।। স্বাধীনতার ৫৪ বছর পর এবারই জামায়াতে ইসলামী মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।