বিএনপি ভারত প্রীতিও করে, ভারত ভীতিও করে: কাদের

ক্রাইমবার্তা রিপোট: ‘বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতিও করে, ভারত ভীতিও করে। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে সে কারণে ইদানিং তাদের মধ্যে ওপরে ওপরে ভারত প্রীতি দেখা যাছে। ভেতরের কথা আমি বলতে চাই না।’

বৃহস্পতিবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির দলীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণ। ক্ষমতায় যাওয়ার জন্য কোনো বিদেশি শক্তির প্রতি আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি না।’

কাদের বলেন, ‘বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছে। অশালীন মন্তব্য করছে, মিথ্যাচার করে আওয়ামী লীগের নিশ্চিত জয়কে ঠেকানো যাবে না।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শনিবার লন্ডন সফরে যাবার কথা রয়েছে। সেখান থেকে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দিবেন। এ বিষয়ে কাদের বলেন, ‘তাদের ভিশন ২০৩০ দেখেছি। সহায়ক সরকারে বিষয়ে তিনি বলছেন বলবেন। সবার সবকিছু বলার স্বাধীনতা আছে।’

ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ ২৬ জুলাই। নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এখন বিশেষ পরিস্থিত (বন্যা) বিরাজ করছে। আমাদের (আওয়ামী লীগের) জাতীয় সম্মেলনর তারিখ কার্যকরী কমিটির সভায় অনুমোদন নিয়ে পেছানো হয়েছিল।’

“আমি বলতে পারি খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি খুব শিগগিরই জানতে পারবেন ছাত্রলীগের সম্মেলন কবে হবে। ছাত্রলীগ আমাদের আমাদের ভাতৃপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করার কী আছে? এটা উচিৎ নয়” যোগ করেন কাদের।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লণ্ডন সফর শেষে সহায়ক সরকারের রূপরেখা দিবেন এ বিষয়ে কাদের বলেন, ‘ভিশন থার্টির ঘোষণাও শুনেছি। এটাও শুনবো।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক হিসেবে শাম্মী আহমেদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সম্মেলনে কাউন্সিলরসের প্রদত্ত ক্ষমতা বলে আওয়ামী লীগ সভাপতি শেখা হাসিনা মনোনীত করেছেন শাম্মী আহমেদকে। এছাড়া নাট্যবিক্তিত্ব আতাউর রহমানকে সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।’

নতুন সদস্য সংগ্রহের বিষয়ে কাদের বলেন, ‘আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে, আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের উপর ফোকাস দিচ্ছি।’

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শাহীন, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অসীম কুমার উকিল, হাছান মাহমুদ, হাফিজুর রহমান সিরাজ, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

 

 

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।