লক্ষ্মীপুরে শহর যুবলীগের কমিটি গঠন

আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি : আহবায়ক-টিটু চৌধুরী, যুগ্ন আহবায়ক-মাহবুব,লক্ষ্মীপুর সদর থানা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেন জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু। 40

নতুন কমিটিতে স্থান পেয়েছেন যারা, আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, ১ম যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব ও ২য় যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন হ্যামেল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ক্বনক কারী প্রমূখ।

জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।