বেনাপোল প্রতিনিধি। বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে সোমবার সকালে অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৩০) নামে একজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক মনিরুজ্জামান ৩ নাম্বার গ্রামের আকরাম আলীর ছেলে। বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহাজান জানায়,গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা বিপুল পরিমান গাঁজা নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে আকরাম নামে একজন গাঁজা ব্যবসায়ীকে ১১৮ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও আসামী মনিরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে
Check Also
চোর সন্দেহে যুবককে গণপিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা
নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল এলাকায় গণপিটুনি দিয়ে সহোদর দুই ভাইক হত্যা করা হয়েছে। সোমবার রাতে …