বেনাপোল প্রতিনিধি। বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে সোমবার সকালে অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৩০) নামে একজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক মনিরুজ্জামান ৩ নাম্বার গ্রামের আকরাম আলীর ছেলে। বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহাজান জানায়,গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা বিপুল পরিমান গাঁজা নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে আকরাম নামে একজন গাঁজা ব্যবসায়ীকে ১১৮ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও আসামী মনিরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …