ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি কর্তৃপক্ষ জুমার নামাজ নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার ফিলিস্তিনি সমকক্ষের কাছে পাঠানো এক চিঠিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়া এবং আল-হারাম আল শরিফের চারপাশে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ তার নিন্দা জানায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভিকটিমদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুর্নব্যক্ত করছি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।
Check Also
ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …