আকবর হোসেন,তালা: ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় সাতক্ষীরার তালা থানায় তিন ব্যক্তির নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সোমবার (২৪ জুলাই) রাতে তালা উপ-শহরের বাসিন্দা সৈয়দ তরিকুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলাটি করেন। তালা থানার মামলা নং ১১, তারিখ ২৪/০৭/২০১৭ ইং। মামলার আসামীরা হলেন তালা উপজেলার নলতা গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে অরবিন্দু মন্ডল (৪৫), উপ-শহরের মহল্লাপাড়ার মীর খোকনের ছেলে মীর মাসুম ওরুফে বিকুল (৩০) ও একই পাড়ার মিজানুর রহমানের ছেলে মীর রাসেল (২৮)।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ১৫ জুলাই ২০১৭ তারিখে ‘মীর জাকিরের সমর্থক’ নামে ফেসবুকে আইডি থেকে সমাজে তাকে (তরিকুল) হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন ধরণের অশ্লীল মন্তব্য করা হয়। যাহা হলো-‘দূর্নীতিবাজ সৈয়দ তরিকুল এবার তালা উপজেলা চেয়ারম্যান বাবু সনৎ কুমারকে জড়িয়ে মিথ্যা ভাবে ফাঁসাচ্ছে। এ সময় মীর মাসুম ওরফে বিকুলের আইডি থেকে বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা কুৎসা রটিয়েছে।
একই উদ্দেশ্যে ১৬ জুলাই অরবিন্দু মন্ডল তার নিজ আইডি থেকে লেখেন-‘এই সেই চেটার। যে উপজেলা চেয়ারম্যানের নামে মিথ্যা প্রচার করছে। আর যারা এই তরিকুল চেটারকে দিয়ে লক্ষ লক্ষ টাকা, মদ, ফেন্সিডিল ও নানাভাবে অসামাজিক করিয়েছে।’
এছাড়া ১৭ জুলাই মীর রাসেল তার নিজ আইডি থেকে লেখেন-‘যে লাদেনকে অনুসরন করে বিভিন্ন স্থান থেকে নিজের দক্ষ মনোবল দ্বারা নির্মিত মিথ্যা বানোয়াট গল্প তৈরি এবং সেটা ভিডিও তৈরি করে জাতির উদ্দেশ্যে পাঠাচ্ছে। আমার জানামতে লাদেন নাকি বিভিন্ন গুহাতে আত্মগোপন করেছিল। কিন্তু বর্তমানে লাদেন বেশি তরিকুল কোথায় অবস্থান করছে জাতি জানতে চাই। তার অপরুপ সৌন্দর্যপূর্ন রুপটি জাতি দেখতে চায়। এই ছন্দবেশি লাদেনের আগমনের জন্য অপেক্ষাতে আছে তালাবাসি।’
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান হাফিজুর রহমান বলেন, ফেসবুকে অশ্লীল মন্তব্য (কমেন্ট) করায় তরিকুল ইসলাম বাদী হয়ে তিন জনের নামে মামলাটি করেন।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …