জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে গর্ভবর্তী দম্পতিদের মা ও শিশু এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
পোড়াদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বুধবার সকাল থেকে দুপুর অবধি এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা মোজাম্মেল করীমের সার্বিক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন। প্রশিক্ষন রিসোর্স পারসন হিসেবে সার্বিক আলোচনা করেন কুষ্টিয়ার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সরদার মোঃ হান্নান। এসময় মিরপুর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকতা সুফিয়া খাতুন(লাইলি), পোড়াদহ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিবুল ইসলাম(রাকিব), পোড়াদহ ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিন পারভীন, ছাতিয়ান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের অতিরিক্ত দায়িক্তপ্রাপ্ত পরিদর্শক সাইদুল ইসলামসহ ছাতিয়ান ও পোড়াদহ ইউনিয়নের গর্ভবতী দম্পতিরা উপস্থিত ছিলেন।