সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে নিউজ টোয়েন্টিফোর এর ১ম বর্ষপূর্তি পালিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশের দর্শক নন্দিত স্যাটালাইট টিভি চ্যানেল নিউজ ২৪ এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। শক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে নিউজ টোয়েন্টিফোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
নিউজ টোয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানাজির্, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ অনিসুর রহিম, দৈনিক ইত্তেফাকের মনিরুল ইসলাম মিনি, সাধারন সম্পাদক আব্দুল বারি, সাবেক সাধারন সম্পাদক সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক সমকাল ও এটিএন বাংলার প্রতিনিধি এবং অয়েজ অফ সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবি, জাসদের কেন্দ্র কমিটির সদস্য শেখ ওবায়েদুস সুলতান বাবলু, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ভূমিহীন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেষার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ইস্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের অন্যতম এই সংবাদ ভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে ধন্যবাদ ব্যক্ত করেন ।

এসময় অতিথিরা বর্ষপূর্তির কেককেটে নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালন করেন। পরে সবাইকে মিষ্টি মুখ করান চ্যানেল’টির সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই। #

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।