বগুড়ায় ছাত্রী ধর্ষণ: কাউন্সিলর রুমকি ও তুফানের স্ত্রী শাশুড়িসহ ৫ জন রিমান্ডে

বগুড়া : বগুড়ার বহুল আলোচিত ছাত্রী ধর্ষণ ও মাথা ন্যাড়া করার ঘটনার মূলহোতা কাউন্সিলর রুমকি ও তুফান সরকারের স্ত্রীসহ গ্রেফতারকৃত ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।d081baed4320be39c1b1bcccb2ee0e54-597df3c4771c8
আজ বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক কাউন্সিলর রুমকির ৪ দিনের এবং বাকিদের ২দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

জানাগেছে, গতকাল রাতে ঢাকার সভার ও পাবনা থেকে গ্রেফতারকৃত ধর্ষক তুফান সরকারের স্ত্রী আশা, তার মা রুমি, আশার বড় বোন ও পৌর কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি, গাড়ি চালক জিতু ও তুফানের সহযোগী মুন্নাকে সোমবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
বিচারক শ্যাম সুন্দর রায় শুনানি শেষে কাউন্সিলর রুমকির ৪ দিন এবং বাকিদের ৩দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান দুপুরে তার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে জানান, ধর্ষিতা ও তার মায়ের মাথা ন্যাড়াকারী নাপিত জীবনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া ঘটনার মূলহোতা শ্রমিকলীগ নেতা তুফান সরকার ও তার সহযোগিরা ছাত্রী ধর্ষণ ও মাথা ন্যাড়া করার বিষয়টি স্বীকার করেছে বলেও পুলিশ সুপার জানান।
শ্রমিকলীগ নেতা তুফান সরকার ও তার দুই সহযোগী তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।