শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরের ক্রাইম জগতের গ্যাং লিডার, মাদক ব্যবহার ও সরবাহের পুরোধা, অসামাজিক ক্রিয়া কর্মের অপনেতা নজরুল সরদারের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। শ্যামনগরের কাশিমাড়ীর জয়নগর গ্রামের মৃত ধোনাই সরদারের পুত্র মাদক স¤্রাট নজরুল সরদার (৪৫) এর বিরুদ্ধে সহোদর ভাই, বোন, পুত্র সহ এলাকাবাসির লিখিত অভিযোগে জানা যায়, নজরুল সরদার অতীব দুর্দান্ত, ডাকাত,চোর, গুন্ডা,সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী ও ব্যবহার কারী, বহু অসামজিক ক্রিয়া কান্ডের গ্যাং লিডার, পরোক্ষ খুনী, দেশের শক্র, সমাজের দুষ্ট কীট ও অস্ত্রধারী মাস্তান নামে এলাকায় পরিচিত। তার অপকর্মে এলাকার মানুষ সীমাহীন জর্জরিত, অতিষ্ঠ, শঙ্কিত, ও জিম্মি হইয়া পড়িয়াছে। কেউ প্রতিবাদী হলেই তার প্রতি মিথ্যা মামলা হামলা করতেও দ্বিধা বোধ করেনা। ভয়ে কেউ তাহার বিরুদ্ধে সাক্ষীদিতে কিংবা অভিযোগ দিতে সাহসী হয়না। মাদক সেবন সহ বিক্রয় শুরু করে এবং বর্তমানে সে একজন মাদক ডিলার হিসাবে পরিচিত। চোরাই পথে মদ, গাজা, চরম, ফেনসিডিল, ইয়াবা, প্রভৃতি সংগ্রহ করিয়া দলগঠনের মাধ্যমে চেইন সিষ্টেমে দেশের বিভিন্ন গ্রাম গঞ্জে বিক্রয় ও বিতরণ করে কালো টাকার পাহাড় গড়ে তুলতে তৎপর। সে নিজও অস্ত্র ব্যবহার করে এবং প্রকাশে অস্ত্র পাতি লইয়া ঘোরাঘুরি করে এবং প্রতি রাত্রেই তাহার বাড়িতে এই সকল অবৈধ দ্রব্যাদি ব্যবহার ও বেচাকেনা হইয়া থাকে। সে একজন দুশ্চরিত্র ও নারী লিপ্সু ব্যক্তি। অগনিত কুমারী নারীকে সে বিবাহ করিয়া অল্প দিনের মধ্যে পরিত্যাগ করা তাহার স্বভাব। সে প্রায় ২০ টি অধিক বিবাহ করেছে এবং অনেকের তালাক ও দিয়েছে। তদুপরি সে বাহির হইতে পেশাদার যৌনকর্মী ও নারী সংগ্রহ করে বাড়ীতে রাখে এবং বখাটে ও মাদক সেবী যুবকদের দিয়া অর্থ উপার্জন করে। নজরুল নিজের মা ফুলমতিকে বেধড়ক পিটিয়ে জখম করে এবং এই কারণে তিনি অকালে মৃত্যু বরণ করেণ। কাশিমাড়ী নিবাশী আলী হোসেন এবং জয়নগর নিবাসী রশিদকে খুনের উদ্দেশে আক্রমন করিয়া মারাতক ভাবে জখমও করে। জঙ্গী সংগঠনের সদস্যদের সাথে তার যোগাযোগ আছে বলে মনে হয়। মাঝে মাঝে তাহার বাড়ীতে এবং বাড়ীর আশেপাশে অপরিচিত ব্যক্তিরা চলাফেরা করে। মাদক সেবনের আসরে বসাইয়া মাদক সেবীদের ব্যবহৃত মোটর সাইকেল ছিনতাই করে লয়। কাশিমাড়ী নিবাসী বাবুর আলীর মোটর সাইকেল ছিনতাই করে। জমি বিক্রয়ের দোহাই দিয়ে লোকের নিকট হইতে লক্ষলক্ষ টাকা আত্মসাৎ করিয়াও জমি জমা রেজিঃ করিয়া দেয়না। জয়নগর নিবাসী মিজানুর গাজী এবং ডাঃ ইউসুফ আলীকে জমি দেওয়ার প্রতারণায় মোটা অংকের টাকা হাতাইয়া লইয়া ও জমি দিতেছে না। সে নিজের ৬ মাসের সন্তান পুকুরে ডুবাইয়া হত্যা করে নিজের ১মা স্ত্রী, পুত্রদেরকে স্ত্রী মমতাজ কে বাদীনি করিয়া মার্ডার কেসে অন্তরীন করেছে এবং তাহার অন্যায়ের প্রতিবাদ করায় সে গোপনে স¤পুরক আসামী হিসেবে ভাই বোন পুত্রকে আসামী ভুক্ত করিবার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে। তাহার বিরুদ্ধে প্রতারণা, মাদক, অস্ত্র, উদ্যত খুন সহ বহু জি, আর; সি, আর; ও ডি বি কেস আছে। সে আন্ডার ওয়ার্ডের লোক হিসাবে সব কিছু মাধ্যমে নিয়ন্ত্রন করে। প্রকাশ্যে থানায় কিংবা লোক সমাজে আসেনা। ইদানিং তাহার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় কিছু কিছু তথ্য প্রকাশিত হইতেছে। খুবই প্রত্যন্ত অঞ্চল বিধায় ইতি পূর্বে এহেন দুর্ধর্ষ ব্যক্তির তথ্য অজ্ঞত ছিল। তার অপকর্মের প্রতিবাদ ও সাক্ষ্যৎ দেওয়ায় শহিদুল্লাকে খুনের হুমকি দিয়া দুইখানা বড় ধরণের রামদা ও প্রস্তুত করিয়াছে এবং বিভিন্ন স্থানে ঔৎপাতিয়া থাকে। তার ভয়ে এলাকাবাসি স্বাভাবিক ভাবে চলাফেরা ও জীবন যাপন করিতে ব্যর্থ হচ্ছে, ছাত্র ছাত্রীরা ভয়ে বিদ্যালয়ে যেতে পারছেনা। যেকোন সময় এই ভয়ানক খুনির দ্বারা জানমালের ক্ষতি হতে পারে বলে এলাকাবাসি আশঙ্কা করছে। এব্যাপারে শ্যামনগর ইউএনও মোঃ কামরুজ্জামান জানান নজরুল সরদারের বিরুদ্ধে নানা অপকর্মের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কাশিমাড়ী চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। স্থানীয় ইউপি সদস্য রাজগুল সরদার জানান, গতকয়েক মাসে নজরুলকে ৪ বার শ্যামনগর থানা পুলিশ আটক করে। নজরুল সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …