তালাউপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,সাবেক ছাত্রদলের সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, বার বার কারা বরণকারী নেতা সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বদরুল মারাগেছেন

তালাউপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকFB_IMG_15017316199051580,সাবেক ছাত্রদলের সফল সভাপিত, রাজপথের লড়াকু সৈনিক, বার বার কারা বরণকারী নেতা সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বদরুল মারাগেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিইন। অাজ ভোর রাতে হার্ডএ্যাটাক জনিত কারণে তিনি মারা জান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মরহুমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রী নেতারা সহ জেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জানানো অব্যাহত অাছে।তার মৃত্যুেতে তালা উপজেলাতে বিএনপি চরম ক্ষতিগ্রস্থ হবে বলে দলটির নেতা কর্মীরা অাশঙ্কা করছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে কয়েক ডর্জন হয়রানি মুলক মামলা করেছে প্রতিপক্ষ।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।