চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক কাজী হায়াৎ।
বৃহস্পতিবার সমিতির সদস্যপদ বাতিলের আবেদন করেন তিনি।
চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে তার আবেদনপত্রটি গ্রহণ করেছেন প্রচার প্রকাশনা ও দফতর সম্পাদক সাহাবুদ্দিন।
পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আর সিনেমা নির্মাণ করবেন না বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, ‘হয়তো আর সিনেমা নির্মাণ করবো না।’
আবেদনপত্রে কাজী হায়াৎ উল্লেখ করেছেন, ‘একটি সিনেমা নির্মাণ করতে গিয়ে আপনাদের কাছে চলচ্চিত্রটির নাম নিবন্ধন করার আবেদন করেছিলাম। এই নাম নিবন্ধন নিয়ে আমার সঙ্গে আপনারা যে টালবাহানা শুরু করেছেন তাতে আমি ভীষণভাবে লজ্জিত। এমতাবস্থায় দয়া করে আমার সমিতির সদস্যপদ প্রত্যাহার করে আমাকে বাধিত করিবেন।’
প্রশ্ন উঠেছে যৌথ প্রযোজনা নিয়ে চলচ্চিত্র ঐক্যজোটের বিপক্ষে ও জাজ মাল্টিমিডিয়ার পক্ষে অবস্থান নেয়ার কারণেই তার সঙ্গে এমনটা ঘটছে কিনা?
এবিষয়ে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার গণমাধ্যমকে বলেন, ‘আবেদনপত্রটি আমরা পেয়েছি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলোচনা করছি।’