রাজাপুর প্রতিনিধি – ঝালকাঠির রাজাপুরে বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মিরাজ খান ও শিক্ষক আল-আমিনের বিরুদ্ধে চাঁদাদাবী, হত্যাচেষ্টা, শ্লীলতাহানী ও প্রাননাশের হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে বিদ্যালয়টির বর্তমান সভাপতি জুলফিকার আলী বাদী হয়ে ৪ আগষ্ট রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। মিরাজ খান উপজেলার আংগারিয়া গ্রামের শাহ্ আলম হাওলাদার এর ছেলে।
মামালার এজাহার সূত্রে জানাগেছে, ২৪ জুলাই উপজেলার আঙ্গারিয়া গ্রামে বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ের অফিস কক্ষে সভা চলছিল। এমন সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি মিরাজ খান ও শিক্ষক আল-আমিন অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিদের সমানেই তারা বর্তমান সভাপতি জুলফিকার আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় ধারাল অস্ত্র দেখিয়ে প্রাননাশের হুমকীও দেয়া হয় বাদীকে। এমতাবস্থায় বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার আসামীদের থামানেরা চেষ্টা করলে তিনিও শ্লীলতাহানীর শিকার হন বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …