১৪ জেএমবি’র ২০ বছরের কারাদণ্ড

২০০৫ সালে দেশব্যাপী একযোগে বোমা হামলা চালানোর মামলায় ১৪ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত। মঙ্গলবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন। রায়ে কারাদ-ের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা অর্থদ-; অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। দ-প্রাপ্তরা- নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন, টাঙ্গাইলের ইয়ামিন মিয়া, মিজান, আবদুল আহাদ, হাবিল, রোস্তম, তারিকুল, আরমান বিন আজাদ, আবদুল্লাহ আল মামুন ওরফে সোহেব, রাসেল, হাবিবুর রহমান, জিয়াউর রহমান ওরফে তানভীর, শহীদুল ইসলাম এবং আবদুল্লাহ আল তাসনিম। এদের মধ্যে আরমান বিন আজাদ, রাসেল, তারিকুল ও আবদুল্লাহ আল তাসনিম পলাতক রয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ই আগস্ট টাঙ্গাইল কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।  মামলার ১৭ জনকে আসামি করা হয়েছিলো। আসামিদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজন পলাতক রয়েছে।

Please follow and like us:

Check Also

২৮শে এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাসের পরিকল্পনা

আগামী ২৮শে এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।