গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত ৭ আগস্ট সড়ক দূর্ঘটনায় নিহত তিন কলেজ ছাত্রীর পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে নিটল টাটা গ্রুপ। এছাড়া নিহত লেগুনা চালক ও হেলপারের পরিবারকে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমদ সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিহত তিনজন শিক্ষার্থীই ছিলেন রাজেন্দ্রপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। কলেজ ছুটি শেষ তারা লেগুনাযোগে বাড়ি ফেরার পথে মাষ্টারবাড়ি এলাকায় দূর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ মোট ৫জন নিহত হয়।
বৃহস্পতিবার দুপুরে নিটল টাটা গ্রুপের সহকারি মহাব্যবস্থাপক সেলস সহিদ আলম ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টার এলাকায় নিহতদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের হাতে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ ছাড়া ওই দূর্ঘটনায় আহত অপর এক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় নিটল মটরস লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন এবং টাটা গাড়ির মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ দুর্ঘটনার কথা শুনে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহ্মাদ এ আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে ছিলেন।
###

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।