মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪১

মিশরের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর আলেক্সান্দ্রিয়ায় যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২০ জন। মিশরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি।

মিশরে এ ধরনের দুর্ঘটনা বিরল হলেও একেবারে ঘটে না এমন নয়।

এ দুর্ঘটনার জন্য দেশটির পরিবহনমন্ত্রী হিশাম আরাফাত মনুষ্যসৃষ্ট কারণকেই দুষছেন।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একইসঙ্গে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

মিশরের পরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়ে মানুষের ক্ষোভ এ দুর্ঘটনার পর আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

এরআগে ২০১৩ সালে একটি ট্রেন ও মিনিবাসের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছিলেন।

২০০২ সালে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে মিশরে। ওই সময় একটি ট্রেনে আগুন লেগে ৩৭০ জনের বেশি নিহত হন।

Please follow and like us:

Check Also

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইইউ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইউরোপীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।