টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পাস্তাবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিন বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এরপর প্রধানমন্ত্রী ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ ও ‘৭৫ এর ১৫ আগস্টে নিহত ও মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শিল্পমন্ত্রী আমুর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারাফ হোসেন, সাবেক চিপ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, মুহাম্মদ ফারুক খান, গণপূর্তমন্ত্রী ইঞ্জি. মোশারাফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সরাসরি বঙ্গবন্ধু ভবনে চলে যান। সেখানে বসে কিছুক্ষণ কোরআন তেলায়াত করেন। পরে পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু ভবনে বসে তিনি  মাজার কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

বেলা ১২টায় প্রধানমন্ত্রীর ঢাকায় উদ্দেশে রওনা হয়ার কথা রয়েছে।

এছাড়া, জাতীয় সংসদের স্পিকার শিরীন সারমীন চৌধুরীর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি ও জাতীয় সংসদের হুইপগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন ডিবির হারুন

ভুয়া সনদ সরবরাহে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।