ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বেলা সাড়ে তিনটায় তাকে সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মাওলানা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন বলেও জানান ওসি এমদাদুল হক।
