তানোরে স্মরণকালের সর্ববৃহত র‌্যালী ও সমাবেশ

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরে গতকাল সোমবার ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রতিবাদে স্মরণকালের সর্ববৃহত পৃখক র‌্যালী ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল ২১ আগস্ট সোমবার সকালে তানোর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে স্মরণকালের সর্ববৃহত র‌্যালী বের করা হয়। স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরীর নেতৃত্বে র‌্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তানোর থানা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধূরী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল-মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সঞ্জীব কুমার সানি প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তাই আওয়ামী লীগের থেকে দেশের প্রতি অন্যকার মায়া বেশি হতে পারে না। তিনি বলেন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাদে বাংাদেশ নিরাপদ। তিনি বলেন, ব্যারিস্টার আমিনুল হক জঙ্গিবাদের মদদদাতা ও তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান তাঁর সহযোগী। তিনি বলেন, জঙ্গিবাদ, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার ও নানা অনিয়ম-দূর্নীতির কারণে ব্যারিস্টার আমিনুলের ৩৬ বছর জেল হয়েছে, আর মিজান এক সময় শিবিরের দুধর্ষ ক্যাডার হলেও ব্যারিস্টারের সহায়তায় বিএনপির সভাপতি হয়েছে। একদিকে মিজানের বিরুদ্ধে ভিজিএফ চাল চুরি ও নাশকতার অভিযোগ রয়েছে, অপরদিকে ব্যারিস্টারের বিরুদ্ধে জঙ্গি মদদদাতা ও বিদেশে অর্থপাচারসহ নানা অভিযোগ রয়েছে। ব্যারিস্টার রাজশাহী অঞ্চলে ফের নতুন করে নব্য জেএমবি বা জঙ্গি সৃষ্টি করছে, অথচ তাঁরা এখানো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তিনি বলেন, আগামি এক মাসের মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে তানোর-গোদাগাড়ী জঙ্গিমুক্ত করতে সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে এমপির এমন বক্তব্যর পর পরই তানোর-গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ জঙ্গিবাদে মদদদাতাদের গ্রেফতার ও জঙ্গিবাদ প্রতিরোধের দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছেন বলে খবর পাওয়া গেছে।
অপরদিকে ২১ আগস্ট সোমবার বিকেলে তানোরের কলমা ইউপি মহিলা লীগের উদ্দোগে দরগাডাঙ্গা উচ্চ দ্যিালয় মাঠে স্মরণকালের সর্ববৃহত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলমা ইউপি মহিলা লীগের সভানেত্রী শারমিন রিমা পলির সভাপতিত্বে সমাবেশে প্রধান অকিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধূরী সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম প্রমূখগণ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মহিলা লীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। তিনি বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন কাজ এগিয়ে নিতে আবারো আওয়ামী লীগকে রাস্ট্রীয় ক্ষমতায় আসতে হবে আর সেই জন্য মহিলা লীগের প্রতিটি নেতাকর্মীকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মহিলা লীগের প্রতিটি ওয়ার্ড কমিটিতে কমপক্ষে ১০ জন করে মহিলা লীগের কর্মী সংগ্রহ করতে হবে এবং আমাদের মধ্য যদি কোনো বিতর্ক, ভেদাভেদ ও মতপার্থক্য থাকে তবে সেটা ভুলে গিয়ে আওয়ামী লীগকে আবারো রাস্ট্রীয় ক্ষমতায় নিতে আসতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে আমরা কোনো ব্যক্তির দল করি না আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল করি। তিনি বলেন, জঙ্গি, অগ্নি সন্ত্রাস, পেট্রোল বোমা ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা কোনো আওয়ামী লীগ করি, অন্যদলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি, মানুষ কোনো আওয়ামী লীগকে বার বার রাস্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। তিনি বলেন, আমাদের সামনে দুটি পথ একটি মালেশিয়া-সিঙ্গাপুর অপরটি পাকিস্থান-আফগানিস্থান, একটি গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অপরটি জঙ্গিবাদ ও অগ্নি সন্ত্রাস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাস্ট্রিয় ক্ষমতায় থাকলে দেশ মালেশিয়া-সিঙ্গাপুরের মতো এগিয়ে যাবে আর বিএনপি-জামায়াত রাস্ট্রিয় ক্ষমতায় আসলে দেশ পাকিস্থান-আফগাস্থিানের মতো পিছিয়ে পড়বে। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটাতে হবে। মহাজোট তথা আওয়ামী লীগ সরকারের প্রচুর সাফল্য আছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো সঠিকভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারলে আওয়ামী লীগ আবারো রাষ্ট্রিয় ক্ষমতায় আসবে বলে তিনি দাবী করেন অর এই জন্য গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।