বেনাপোল সংবাদদাতা
বেনাপোল পোর্ট থানার উত্তর বারোপোতা গ্রামে সোমবার ভোরে অভিযান চালিয়ে ২৬৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় আটক করেছে মিজানুর রহমান(৬০) ও আসাদুজ্জামান(৪০) নামে ২ মাদক ব্যবসায়ীকে। আটক মাদক ব্যবসায়ী দ্বয় এ গ্রামের খোরশেদ মোড়ল ও আহাদ আলী বিশ্বাসের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোরের ডেপুটি ডাইরেক্টর মো; নাজমুল কবীর জানান গোপন সুত্রে সংবাদ পেয়ে সোমবার ভোরের দিকে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে এ সব ফিন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্যে ২ লাখ ১২ হাজার টাকা । এ সময় আটক করা হয় মিজান ও আসাদুজ্জামান নামে ২ মাদক ব্যবসায়ীকে। সকাল ১০টার দিকে আটক মাদক ব্যবসায়ী দ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে। জব্দকৃত ফেন্সিডিল জমা দেয়া হয়েছে যশোর আদালতের মাল খানায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।