গাজীপুর সংবাদদাতা, ২২ জুলাই ঃ গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে মঙ্গলবার অভিযান চালিয়ে পুলিশ তরুণী ও যৌণকর্মী এবং খদ্দেরসহ ৯৪ জনকে গ্রেফতার করেছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মোমিনুল ইসলাম জানান, গাজীপুরে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে পুলিশ মঙ্গলবার সকাল হতে বিকেল পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থানা এলাকার হোতাপাড়াস্থিত হোটেল বৈশাখী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকার হোটেল রাজমনি, এশিয়া, শাপলা, প্যারেড, ঈশা খাঁ, রোজ গার্ডেন, কোনাবাড়ি এলাকার হোটেল ইয়ার ইন্টারন্যাশনাল এবং টঙ্গী থানা এলাকার অনামিকা স্বাগতম আবাসিক হোটেলে অভিযান চালায়। পুলিশ এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই ১০টি আবাসিক হোটেল হতে ৪৪জন তরুণী ও যৌণকর্মী এবং ৫০ জন খদ্দের ও দালালসহ মোট ৯৪ জনকে আটক করে। এসময় হোটেলগুলো তালাবদ্ধ করা হয়। এছাড়াও পুলিশ এদিন কোনাবাড়ি এলাকার হোটেল অতিথি, রেইনবো ও গোল্ডেন পার্কসহ অপর ৫টি আবাসিক হোটেলে অভিযান চালায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে ওই ৫টি হোটেল তালাবদ্ধ করে সবাই পালিয়ে যায়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।