ঢাকা: চতুর্দিকে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুধবার সন্ধ্যায় কালো দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, চতুর্দিকে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, অন্যায়-অপকর্ম করার জন্য এদেশের মীর জাফর, খন্দকার মুস্তাকরা আগস্ট মাসকেই বেছে নেয়। চলতি আগস্ট মাসেও এর ব্যতিক্রম হয়নি। আগস্ট মাসে আমরা শোকে মুহ্যমান থাকি ও আতঙ্কিত হই। নৃশংস সকল হত্যাকাণ্ডের মদতদাতাসহ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশে ষড়যন্ত্র চলতেই থাকবে। সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সদরুল আমিন প্রমুখ উপস্থিতি ছিলেন।
Check Also
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
(২৫ ডিসেম্বর) মধ্যরাতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব …