ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সর্তকতা জারি

ঢাকা: সন্ত্রাসী হামলার আশংকায় বাংলাদেশে অবস্থানকারী নাগরিকদের সর্তকতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।  একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ঢাকা থেকে ফিরে আসার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ সর্তকতা জারি করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি নিরাপত্তা বাহিনী আইএস, আল-কায়েদাসহ অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারপরও বারবার হুমকি ও সন্ত্রাসী কর্মকান্ডে মার্কিন দূতাবাস তাদের সকল নাগরিকদের কিছু কঠোর নিয়ম-কানুনের আওতায় এনেছেন। এই নিয়মের আওতায় মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবার এখন পায়ে হেটে, সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশাতে ভ্রমণ করতে পারবেন না।
এছাড়া কোনও খোলা জায়গায় এবং রাস্তার পাশে চলাচলও করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের জনবহুল কোনও স্থান ও অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছে।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।