বেনাপোল : যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে বাস-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে স্বপন ঘোষ ওরফে টুনা (৫০) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অঞ্জনা (৪৫) ও কাজল ঘোষ (৪২) নামে দুই নারী যাত্রী এবং ট্যাক্সিচালক আমজাদ হোসেন (৩৫)। আহত যাত্রী দুইজন নিহত স্বপনের স্ত্রী ও শ্যালিকা বলে জানা গেছে।
আহতদের দুই নারীকে যশোর জেনারেল হাসপাতালে এবং আমজাদ হোসেনকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে যশোরের শার্শা উপজেলার নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির পাশে। নিহত স্বপন ঘোষ, আহত কাজল ও অঞ্জনা ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার বাসিন্দা। প্রাইভেট চালকের বাড়ি বেনাপোলের বড়আঁচড় গ্রামে।
পুলিশ জানায়, ভারতীয় নাগরিক স্বপন ঘোষ, কাজল ও অঞ্জনা শরীয়তপুর জেলার নড়িয়ায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে তারা দেশে ফেরার জন্য একটি ট্যাক্সিযোগে বেনাপোলের চেকপোস্টের উদ্দেশে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্যাক্সিটির। এতে ট্যাক্সিতে থাকা স্বপন ঘোষ, কাজল, অঞ্জনা এবং চালক আমজাদ আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও কুইন্স হসপিটালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় স্বপন ঘোষ মারা যান। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাজল ও অঞ্জনার অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।