গাইবান্ধা: বন্যাদুর্গত এলাকায় যাদের কেনার সামর্থ নেই তাদেরকে বিনা পয়সায় খাদ্য দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১১ টার দিকে গাইবান্ধার গোবিন্ধগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণবিতরণকালে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বন্যাদুর্গত এলাকায় যাদের কেনার সামর্থ নেই তাদেরকে বিনা পয়সায় খাদ্য দেয়া হবে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে। ভিজিএফ কার্ডের আওয়ায় যারা আছে সেগুলোও চালু থাকবে।
তিনি বলেন, পরবর্তী ফসল না উঠা পর্যন্ত ব্যাংক ঋণ আদায় বন্ধ থাকবে। যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে সেসব মেরামতের ব্যবস্থা করে দেয়া হবে। যেসব এলাকায় বন্যার কারণে শিক্ষার্থীদের বই-খাতা নষ্ট হয়ে গেছে তাদের বই-খাতার ব্যবস্থা করে দেয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা সরকারে কিংবা সরকারের বাইরে যেখানেই থাকি আপনাদের পাশে সব সময় থাকবো।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …