অভয়নগরে পল্লী বিদ্যুতায়ন#এমপি’র আগমন : বাঘুটিয়া ইউপি কাউন্সিল বন্ধ : সচিব উধাও#মাদরাসায় ড. আমিনুল সম্বর্ধিত#উত্তাল ভৈরব উত্তর জনপদে বিক্ষোভ অব্যাহত : ফাঁসি দাবি#নওয়াপাড় পৌর এলাকার রাজঘাট-গাজীপুর সড়কের বেহাল দশা

নওয়াপাড় পৌর এলাকার রাজঘাট-গাজীপুর সড়কের বেহাল দশা : সংস্কারের উদ্যোগ নেই : ভোগান্তিতে যাত্রীসাধারণ
স্টাফ রিপোর্টার : ভোগান্তির আরেক নাম যশোরের নওয়াপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম রাজঘাট-গাজীপুরের দীর্ঘ ২ কি:মি: সড়ক। এ সড়কটি দেশের প্রথম শ্রেণীর পৌরসভার অন্যতম একটি অন্যতম প্রধান সড়ক। এ সড়কের শেষ প্রান্তে গাজীপুরে রয়েছে পৌরসভা তথা অভয়নগর উপজেলার একমাত্র কামিল (মাস্টার্স) মাদরাসা। রয়েছে আল্লাহর ওলী মৌলভী মেছের আলী (রহ.)-এর ঐতিহ্যবাহী গাজীপুর কাজী খানকা শরীফ। যে সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এবতেদায়ী থেকে কামিল পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকসহ রাজঘাট নওয়াপাড়ায় যাতায়াত করে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ প্রতিদিন ঐতিহ্যবাহী গাজীপুর খানকাহ্ শরীফে দোয়া ও দাওয়া নিতে ছুটে আসেন।
অপরদিকে নিয়ম নীতির তোয়াক্কা না করে ভারী যানবাহন চলায় রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। আর এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা ও কোনো পদক্ষেপ প্রহন করেনি বলে দাবি করেছে এলাকাবাসী। আর এই চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার হাজারো নিরীহ জনগণ। প্রতিনিয়তই ঘটছে অসহনীয় দুর্ঘটনা, ক্ষতিগ্রস্থ হচ্ছে গরীব, নিরীহ, জীবিকার তাগিদে ভ্যান-রিক্সা ও ইজিবাইক নিয়ে ছুটে বেড়ানো খেটে খাওয়া অসহায় মানুষ। কিন্তু এভাবে আর কতদিন? এ দুর্ভোগের শেষ কোথায়? কবে মিলবে এর সমাধান? এমন অসংখ্য প্রশ্ন আজ এলাকার ভুক্তভোগীদের। অতিসত্তর এই ২কি:মি: সড়ক পুনঃনির্মান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলকাবাসী। সাথে সাথে সড়ক সংস্কারে ঐতিহ্যবাহী নওয়াপাড়া পৌর সভার জননন্দীত মেয়র বাবু সুশান্ত কুমার দাস শান্ত ও যশোর ৪ নির্বাচনী এলাকার এমপি মহোদয়ের আশু পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন মহল।

২৮-০৮-১৭

 

অভয়নগরে পল্লী বিদ্যুতায়ন
শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর- রণজিত রায় এমপি11
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর। ২৮ আগস্ট সোমবার বিকাল চারটায় অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের লক্ষে ভাটপাড়াস্থ বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়মমুলক কর্মকান্ড এবং শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন যশোর-৪ আসনের এমপি বাবু রনজিত কুমার রায়। তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহন করার পর মাত্র তিনহাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হত। বর্তমানে বিদ্যুৎ উৎপন্ন হয় তের হাজার মেগাওয়াট। মিল কলকারখানা বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। কৃষি ফসল উৎপাদন কমে গিয়ে খাদ্যে ঘাটতি হচ্ছিল। আগের সরকার শুধু নিজেদের পকেট ভরতেই ব্যস্ত ছিলনা তারা বিদেশে টাকা পাচার করেছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যবস্থা করেছে। বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে অভূতপুর্ব উন্নয়ন সাধন করেছে। যার ফলে ধীরে ধীরে বন্ধ হওয়া সকল কলকারখানা চালু করেছে। কৃষি ফসলের উৎপাদন বেড়েছে যার কারনে বাংলাদেশ আজ বিদেশে চাল রপ্তানি করছে। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে এই বিদ্যুতের উন্নয়নের কারণে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আই সিটি শিক্ষা বাধ্যতামুলক করা হয়েছে। যা পাঠদানে বিদ্যুতের বিকল্প নেই। সেই কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এই বিদ্যুতের উন্নয়ন হয়েছে বলেই দেশের লক্ষলক্ষ লোকের বেকারত্ব দুর হয়েছে। যার ফলে দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। খুব শীঘ্রই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষমাত্রা নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছ।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আসতে হবে।সেই জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার।তাই আগামী নির্বাচনে যাকেই শেখ হাসিনা নৌকা প্রতীক দিবে তাকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে দেশকে একটি উন্নত সম্মৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সহযোগিতা করতে হবে। উক্ত অনুষ্ঠানে শুভ গ্রাম বিদ্যুতায়নের আওতায় ৪০ লক্ষ ৪২ হাজার ৪’শ টাকা ব্যয়ে ইউনিয়নের ভুগিলহাট, সিংগাড়ী এবং বিভাগ্দী গ্রামের মোট ১৪৯ জন গ্রাহককে ৩.৩৬৯ কি.মি বিদ্যুত সংযোগের শুভ উদ্ভোধন করা হয়। বাঘুটিয়া ইউপি’র সাবেক সফল চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মল্লিক শওকত হোসেনের সঞ্চালনে ডাঃ মোজাম্মেল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর সভার মেয়র ও উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাবু সুশান্ত দাস শান্ত, পল্লী বিদ্যুতের জি এম আব্দুর রশিদ মৃধা, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র এবং প্রখ্যাত শ্রমিক নেতা বাবু রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফার রহমান, মান্নান মোল্যা, কাজী গোলাম কুদ্দুস টিপু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক অর্জুন সেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, যুবলীগ নেতা ও সিংগাড়ী বঙ্গবন্ধু ইনস্টিটিউটের সা. সম্পাদক এম এম আজিম উদ্দিন প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু দুলাল অধিকারী, সিদ্দিপাশা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুবেদার মিনা, পায়রা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, শুভরাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহির খান, যুগ্ম সম্পাদক ফারুক খান, আ’লীগ নেতা শেখ আবু জাফর, শেখ ইদ্রিস আলী মেম্বর, নূর আলী মেম্বর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিত দাস সঞ্জিত, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, এছাড়া বিদ্যুতের সকল গ্রাহক এবং হাজার হাজার নেতাকর্মী ও এলাকাবাসী।

এমপি’র আগমন : বাঘুটিয়া ইউপি কাউন্সিল বন্ধ : সচিব উধাও
স্টাফ রিপোর্টার : আজ যশোর ৪ আসনের মাননীয় সাংসদ বাবু রণজিত কুমার রায় আসবেন। তাই সামান্যটুকু সৌজন্যতা না দেখিয়ে ইউপি কাউন্সিল অফিস বন্ধ রেখে এমপি মহোদয়ের আগমনের পূর্বেই উধাও হলেন ইউপি সচিব মতলেব উদ্দিন। তার এই অসৌজন্য আচরণে এলকার বিশিষ্টজনসহ সাধারণ মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে কাউন্সিলের চৌকিদার মিন্টু জানান, এমপি সাহেবের আগমের কিছু সময় আগে কাউন্সিল অফিস বন্ধ করা হয়েছিল। আমি অফিসের কাছে নওয়াপড়া ছিলাম। কাউন্সিলের চাবি সচিব মতলেবের কাছে ছিল। সেই বন্ধ করে রেখেছে। তার বলি হতে হলো আমাকে। অফিস খোলা না রাখায় স্থানীয় আ’লীগ নেতারা তাকে চরমভাবে লাঞ্চিত করেছে। এ বিষয়ে সচিব মতলেব হোসেন দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তবে পূর্ব থেকে আমাকে কিছু জানানো হয়নি। চেয়ারম্যান সাহেবও আমাকে কিছু জানায় নি। যার জন্য অফিস সময় শেষ হওয়ার পর অফিস বন্ধ করা হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান বাবুল আক্তার জানান, কাউন্সিলের সচিব একজন সরকারী কর্মচারী ও মিন্টু রায়কে লাঞ্চিত করেছে ওরা। অথচ আমাকে কিছুই জানায়নি। কাউন্সিলের চেয়ারটেবিল ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাকে কিছুই জানায় নি। এ বিষয়ে ইউনিয়ন আ’লীগের সা. সম্পাদক মাল্লিক শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ০১৯৩০ ৮০৪৯৩০ নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি (এমপি) পরিষদ চত্বরে প্রোগ্রাম করবেন আর সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন না। এটা হতে পারে না। আমরা এই ধৃষ্টতার বিচার প্রত্যাশা করি।

অভয়নগরে গাজীপুর মাদরাসায় ড. আমিনুল সম্বর্ধিত
স্টাফ রিপোর্টার : নওয়াপাড়া পৌর সভার একমাত্র কামিল (মাস্টার্স) মাদরাসা গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার প্রভাষক আমিনুল ইসলাম সম্প্রতি পিএইচপি ডিগ্রি লাভ করায় তাকে ২৮ আগস্ট সোমবার মাদরাসা অডিটোরিয়ামে সম্বর্ধনা দেয়া হয়। মাদরাসার সভাপতি মহোদয়ের সভাপতিত্বে ও মাস্টার মনিরুল ইসলামের সঞ্চালণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাও. আব্দুল ওয়াদুদ। আরো উপস্থিত ছিলেন মাও. আনোয়ার হোসেন, প্রভাষক আনছার আলী, প্রভাষক জুলকার নাইন, প্রভাষক বি.এইচ.মাহিনী, সালমা খাতুন, মাও. রাকিবুল ইসলাম, শিক্ষক তারেক হোসেন, এমরান সোহেল প্রমূখ। অনুষ্ঠান শেষে ড. আমিনুল ইসলামকে একটি ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ।
শ্রীধরপুর ইউনিয়নে আ’লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা
কে.আই.নয়ন : অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ২৮ আগস্ট সোমবার বিকেলে শংকরপাশা বাসস্ট্যান্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ নেতা শের আলী বিশ্বাসের সভাপতিত্ব উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, তিনি বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরো বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন, মহিউদ্দিন আহমেদ, এ্যাড. নাসির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আক্তারুজামান তারু, আ’লীগ নেতা দিলিপ কুমার গোস্মামী, মোল্যা সাইদুর রহমান, মোল্যা শাহাদক হোসেন, জালাল সর্দার, রেজাউল সর্দার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আহাদুর রহমান মামুন, ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক সর্দার জসীম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক বুলবুল আহমেদ, ছাত্রলীগের সুজন মোল্যা প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও শুভরাড়া ইউনিয়নের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সভপতি-সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভয়নগরে নবীজী (সঃ) সম্পর্কে কটুক্তি
উত্তাল ভৈরব উত্তর জনপদে বিক্ষোভ অব্যাহত : ফাঁসি দাবি
অবশেষে মামলা নিল প্রশাসন
কে.আই.নয়ন : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি করার ঘটনায় অবশেষে মামলা নিল অভয়নগর থানা পুলিশ। বাদী মরিচা মাদরাসার সুপার মাও. ইব্রাহিম হোসেনের করা মামলার নম্বর ২৯/২৭৭। অব্যাহত রয়েছে নাস্তিক আল-মামুনের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ। ২৮ আগস্ট সোমবার বাদ আছর চাকই-মরিচা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও দাখিল মাদরাসার সহ-সুপার মাও. হাফিজুর রহমানের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ গরুহাট খ্যাত চাকই বাজারে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কটুক্তিকারী ঝযবরশয ধষ সধসঁহ নামে আই ডি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন সময়ে ইসলাম ও নবীজীর নামে কটুক্তি করে থাকে। সম্প্রতি গত ২৪ আগষ্ট সে পোস্ট করেছে যে ছাত্র বলাৎকার হুজুরদের ষষ্ট স্তম্ভ হয়ে গেছে, অবশ্য এতে তাদের দোষকি আল্লাহ স্বয়ং বেহেশতবাসীদের জন্য ১৬ বছরের ছেলেদের বলাৎকার করতে রেখেছেন। এছাড়া নবীজী কোরান বোঝেনা বলে তিন তালাক দিয়ে ২টা বউ ছেড়েছেন এবং তার অনুসারীদের একাজের নির্দেশ দিয়েছেন বলে ২৩ আগষ্ট এ পোস্টটি করেছে। সর্বশেষ গতকাল একটি পোস্টে তিনি প্রতিবাদকারী আলেম ওলামাদের ‘জানোয়ার’ বলে আখ্যায়িত করায় বিক্ষোভে ফেটে পড়েছে এলাকার ধর্মপ্রাণ মুসলমান। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভাটপাড়া কেন্দ্রীয় বায়তুন নাজাত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব এবং বাঘুটিয়া ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন মাওঃ আনোয়ার হোসাইন (যশোরী), প্রাক্তন চেয়ারম্যান মশিয়ার রহমান, পাইকপাড়া জামে মসজিদের হাফেজ আবু হানিফ, সাংবাদিক হাফিজ আকুঞ্জী, ভাটপাড়া মসজিদের হাফেজ ইব্রাহিম হোসেন, সিংগাড়ী মহিলা কওমী মাদ্রাসার মুহতামিম মাওঃ রফিকুল ইসলাম, হাফেজ আফজাল হোসেন, হাফেজ ইসরাফিল হোসেন, আরো উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, ওয়াসিম ডা. ফয়সাল, মো. জাকির হোসেন প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চাকই বাজার প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তা ও বিক্ষুদ্ধ জনতা উক্ত কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।