ঢাকা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে গিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার সকাল ১০ টার দিকে প্রধান বিচারপতি গণভবনে যান। শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সঙ্গে প্রধান বিচারপাতি সুরেন্দ্র কুমার সিনহাকে কথা বলতে দেখা গেছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসের শুরুর দিকে বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে মুক্তিযুদ্ধের একক নেতৃত্ব ও সংসদ নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া পর্যবেক্ষণকে কেন্দ্র করে সরকার ও বিচার বিভাগের মধ্যে টানাপড়েন চলছে। সরকারের মন্ত্রী-এমপিরা বিভিন্ন সভা-সমাবেশে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন ও তাকে দেশ ছাড়া করার হুমকি দিচ্ছেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
সর্বশেষ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপাতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দেয়া বক্তব্য নিয়ে এখনো সারাদেশে আলোচনা-সমালোচনা চলছে। বিচারপতি মানিক বলেছেন এই রায় প্রধান বিচারপতির হাতের লেখা নয়। পাকিস্তানের আইএসআই এর লেখা। তিনি প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশছাড়া করারও হুমকি দেন।
এসবের মধ্যেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে গিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …