সেন্টমার্টিন থেকে নারী শিশুসহ ২ হাজার রোহিঙ্গা আটক

দেশের উত্তর পূর্বাঞ্চলীয় দ্বীপ সেন্টমার্টিন থেকে সহস্রাধিক নারী শিশুসহ ২ হাজার ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।
রোববার রাতে যমুনা টেলিভিশন এতথ্য জানিয়েছে।
টিভি চ্যানেলটির খবরে বলা হয়, কোস্ট গার্ড কক্সবাজার জেলার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে রোববার রাতে ২ হাজার ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে।
এদের মধ্যে শিশু ১ হাজার ২৬৬ জন, নারী ৪৮৭ জন ও পুরুষ ২৫৮ জন।
আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বলছে, গত সপ্তাহে ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত ৭৩ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে।
সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে নাফ নদী থেকে বাংলাদেশ সীমান্তে শতাধিক লাশ ভেসে আসার কথা জানিয়েছে স্থানীয়রা।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।