ঢাকা: বিএনপি সংঘাতে জড়াতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আমাদের চাওয়া সেটাই।
উত্তরায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এদিনে তিনি ঈদ-পরবর্তী এক অনুষ্ঠানে সাংবাদিকদের নিজের বাসায় দাওয়াত দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘আমরা তো সরকারকে সবচেয়ে বেশি গণতান্ত্রিক মনে করি। আওয়ামী লীগের দাবি বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে বেশি গণতান্ত্রিক। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাব তাঁর অসমাপ্ত আত্মজীবনী বইটি ভালো করে পড়ার জন্য। কারণ তিনি বইতে উল্লেখ করেছেন, তাঁর প্রতি কী অত্যাচার করেছিল পাকিস্তান সরকার। তবুও তিনি সবার সমান অধিকারে বিশ্বাস করতেন। তিনি ছিলেন সবচেয়ে বেশি গণতান্ত্রিক।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনপূর্ব সহায়ক সরকার গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাব সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘জানুয়ারির মধ্যে সংসদ তো ভেঙে দিতেই হবে। নয়তো তিনশ তিনশ ছয়শ সংসদ সদস্য হয়ে যাবে। আর তা হবে একটি হাস্যকর ব্যাপার।’
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার একই কথা। নামটি বড় কথা নয়। আমরা চাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার।’
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …