রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে নায়িকা অপু বিশ্বাসের আহ্বান

ঢাকা: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, বাংলাদেশে জন্ম না হয়ে আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারত।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে রোহিঙ্গাদের দুর্দশার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কিছু কথা লিখেন জনপ্রিয় এ অভিনেত্রী।

পাঠকদের জন্য তার ফেসবুকে ছবির ক্যাপসনে লেখা হুবহু দেয়া হল:

‘আমার খুব বেশি ফেসবুকে আসা হয় না। কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবিগুলো দেখলে শরীর শিউরে উঠে। আমি রক্ত সহ্য করতে পারি না, তার ওপর এসব বীভৎস ছবি দেখে ভয়ে ফেসবুক থেকে লগআউট করি।’

‘গতকাল ফেসবুকে লগইন করতে গিয়ে এই ছবিটা দেখতে পাই। ছবিটার ওপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারত। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম।’

‘না আর ভাবতে পারছি না, অনুভব করলাম চোখের কোণে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম.. আরও বেশি শক্ত করে।’

‘মানুষ কি করে এত অমানবিক হতে পারে? কি করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছি না। খোদা তুমি রহম করো।’

‘আমি একজন ছোটখাটো মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারি না। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি তাদের পাশে আরও বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরও বেশি সদয় হোন। সারাবিশ্ব দেখুক আমরা কতটা শান্তিপ্রিয় মানুষ। পরিশেষে মানবতার জয় হোক।’

Please follow and like us:

Check Also

ডিপজলের কাছে কত ভোটে হারলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।