ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আসে বলে বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান।
সুষমা স্বরাজকে উদ্ধৃত করে নজরুল বলেন, “রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের যে অবস্থান, ভারতেরও একই অবস্থান। “তারা (মিয়ানমার) যেন তাদের শরণার্থীদের ফিরিয়ে নেয়, সেজন্য ভারত দ্বিপাক্ষিত ও বহুপাক্ষিক চাপ দিয়ে যাওয়া কথা বলেছেন উনি (সুষমা)।”
“রোহিঙ্গাদের উপর মারধর বন্ধ করতে হবে, বলেও মনোভাব ব্যক্ত করেছেন সুষমা স্বরাজ” বলেন উপ প্রেস সচিব।
এর আগে দুপুরে রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ সামগ্রী হস্তান্তর করে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছিলেন।