ঢাকা: বিপিএলের পঞ্চম আসরে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে রাজশাহী কিংস। শনিবার প্লেয়ার্স ড্রাফটে প্রথমেই তাঁর নাম ওঠে।
১ম বারের মতো আইকনের ট্যাগ লেগেছিল গায়ে। সুযোগও পেয়েছিলেন বরিশাল বুলসে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরে দলটিকে বাদ দেয়া হয়। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে স্থান পান মোস্তাফিজ।
এবারের বিপিএলে সাতটি দল- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা ও রংপুর অংশ নেবে। ইতিমধ্যে দলগুলো তাদের আইকন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …