আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: “সুপ্ত প্রাণে আলোর ছোয়া” এই শ্লোগানে লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপি নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিবর্তন থিয়েটার ইনস্টিটিউড এর আয়োজনে গত শুক্রবার জেলা পরিষদের হল রুমে কর্মশালাটি শুরু হয়ে আজ রবিবার দুপুরে শেষ হয়েছে। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ পত্র বিতরণ করা হয়।
বিবর্তন থিয়েটারের চেয়ারম্যান টিংকু রঞ্জন মল্লিক এর সভাপতিত্বে ও তাপস শর্মা বাপ্পির সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ কে এম সালাহ উদ্দিন টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের লক্ষ্মীপুর শাখার সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, নাটক রচয়িতা ও নির্দেশক প্রবীর দত্ত, বাংলাদেশ টেলিভিশনের ভিডিও সম্পাদক আলাউদ্দিন সাজু প্রমুখ।
নাট্যকলা বিষয়ক ৩ দিনের কর্মশালায় প্রায় ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষক হিসাবে ছিলেন, নাটক রচয়িতা, নির্দেশক ও প্রশিক্ষক প্রবীর দত্ত, নাট্য নির্দেশক ও জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক টিংকু রঞ্জন মল্লিক ও অংকন প্রশিক্ষক তাপস শর্মা বাপ্পি।
কর্মশালায় সার্বিক সহযোগীতায় ছিল, কাঁদা মাটি মিডিয়া, নোয়াখালী টেলিভিশন, বিকেবি ক্লাব, হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ, দৈনিক মুক্ত বাঙালী, সবুজ বাংলাদেশ, সৃজনশীল পাঠশালা, নিউ এঞ্জেল ড্যান্স একাডেমী ও ইজি বাজার।