ডোমার (নীলফামারী) সংবাদদাতা ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি মির্জাগঞ্জের মাঝে কাজিরহাট রেলঘুন্টি সংলগ্ন অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে চিলাহাটী-মিরজাগঞ্জ রেল স্টেশনের মধ্যবর্তী কাজিরহাট রেলঘুন্টির ২০০ গজ দক্ষিন হতে লাশটি উদ্ধার করা হয়। সরেজমিনে গেলে অজ্ঞাত লাশটি মস্তিষ্ক বিহীন এবং লাশের পরনে সাদাকালে চেক পায়জামা ও প্রিন্টের জামা রয়েছে। এলাকাবাসী জানায় সকালে পাশ্ববর্তী লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সৈয়দপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, রাতে চলাচলকারী কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী হাসপাতালে মর্গে প্রেরন করেছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচেছ বলে উল্লেখ্য করেন।এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুক দিপু ঘটনাটি নিশ্চিত করেছেন।
রানীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউপি’র ভেলাই গ্রামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্বার করেছে থানা পুলিশ । বিষয়টি অত্যন্ত রহস্য জনক বলে মনে করছেন এলাকাবাসী । এলাকাবাসী সুত্রে জানা যায়,ভেলাই গ্রামের তোফাজ্জল হোসেন চৌধুরীরর কন্যা মুক্তা চৌধুরী পীরগঞ্জ সরকারী কলেজের ২য় বর্ষের ছাত্রী গত শনিবার সে পরীক্ষা দিতে বাড়ী থেকে বের হয়ে যায়। সকাল বিকাল পরীক্ষা ছিলো তার। সে ঐ দিন পরীক্ষা দিয়ে আর বাড়ীতে আসেনি। পরের দিন সকালে গ্রামের লোকজন জমির মাঠে ঘাস কাটতে গিয়ে দেখে মৃত মানুষ পড়ে রয়েছে সে মানুষটি আর কেই নই। তাদের গ্রামের পরীক্ষা দিতে যাওয়া অর্নাসের ছাত্রী মুক্তা চৌধুরী। তাৎক্ষনিকভাবে মুক্তার পরিবার ও থানা পুলিশকে খবর দেয় জমির মাঠে মৃত লাশটি পরে থাকতে দেখা প্রত্যক্ষদশী। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর ঠাকুরগায়ে পাঠান। এ রিপোট লেখা পর্যন্ত রহস্য জনক এ হত্যার কারণ সমন্ধে কোন সন্দেহ জনক তথ্যও উদঘাটন করতে পারেনি থানা পুলিশ।
লক্ষ্মীপুরে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার
আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরে হাত-পা বাধা অবস্থায় অপহৃত গৃহবধু রিক্তাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রামগতি সড়কের পার্শ্বে থেকে উদ্ধার করে অসুস্থ্য অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন পুলিশ। রিক্তা কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।
কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান,কমলনগরে অপহৃত গৃহবধু রিক্তাকে উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে এখনো অভিযুক্তদের বিরুদ্বে মামলা হয়নি। তবে এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।
অপহৃত এক গৃহবধুকে
লক্ষ্মীপুরে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার
আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরে হাত-পা বাধা অবস্থায় অপহৃত গৃহবধু রিক্তাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রামগতি সড়কের পার্শ্বে থেকে উদ্ধার করে অসুস্থ্য অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন পুলিশ। রিক্তা কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।
কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান,কমলনগরে অপহৃত গৃহবধু রিক্তাকে উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে এখনো অভিযুক্তদের বিরুদ্বে মামলা হয়নি। তবে এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।