পাইকগাছা প্রতিনিধি ॥
ভাদ্র মাসের শেষ দিন রবিবারে পাইকগাছার বিভিন্ন ধর্মীয় স্থান ও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা ও মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অন্যান্য স্থানের মতো রবিবার দুপুরে পাইকগাছা পৌর সদরের কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, সেনেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সমিতির সভাপতি অধিবাস সানা, সম্পাদক শিবপদ নাথ, সহ-সভাপতি রনজিত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ব্রজেন মন্ডল, সদস্য সদীপ সরকার, সুশীল মন্ডল, মুকুল মন্ডল, মনোজ মন্ডল, দেবব্রত সরকার, প্রসাদ মিস্ত্রী, মিলন কর প্রমুখ। অন্য দিকে স্বর্ণ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সমিতির অস্থায়ী কার্যালয়ে বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ-এর সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সমিতির সভাপতি মধুরঞ্জন কর্মকার, সম্পাদক উত্তম দত্ত, কোষাধ্যক্ষ মিলন দে, বৃন্দাবন দত্ত, শংকর দত্ত, যুগোল দে, কিংকর ঘোষ, আনন্দ রায়, শ্যামসুন্দর ভদ্র, গোবিন্দ মন্ডল, মহিতোষ দত্ত, সুধাংশু দে, প্রঞ্জয় পাইন প্রমুখ। এ ছাড়া কপিলমুনি, হরিঢালী, লস্কর, সোলাদানা, গদাইপুর, লতা, দেলুটি, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালী’র বিভিন্ন মন্দিরে বিশ্বকর্মা ও মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।
জি,এ, গফুর
পাইকগাছা, খুলনা।